BREAKING: যুদ্ধের পরিস্থিতিতেও জলের সঙ্কট হবে না ভারতে, কাজ করেছে মোদির এই মাস্টারস্ট্রোক ! বড় দাবি করলেন হেভিওয়েট মন্ত্রী

জল সঙ্কট রোধে মোদির বড় পদক্ষেপ।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : 'যুদ্ধের পরিস্থিতিতেও জলের সঙ্কট হবে না ভারতে' গতকাল ঠিক এমনটাই দাবি করলেন জলশক্তি মন্ত্রী সি আর পাটিল। তিনি বলেন,''আজ ভারত পাকিস্তানের জল বন্ধ করায়, এক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমি জানাতে চাই যে ভারতে জলের কোনও সঙ্কট নেই, সমস্যা আছে শুধু জলের ব্যবস্থাপনার।” এরপর তিনি দাবি করেন,''আমাদের দেশ বছরে ৪০০০ বিলিয়ন ঘন মিটার (BCM) বৃষ্টির জল পায়, অথচ প্রয়োজন মাত্র ১১২০ বিলিয়ন ঘন মিটার (BCM)। ২০৫০ সালেও ১১৮০ বিলিয়ন ঘন মিটার (BCM) এর বেশি দরকার হবে না। অথচ বর্তমানে জল সংরক্ষণের ক্ষমতা মাত্র ৭৫০ বিলিয়ন ঘন মিটার (BCM)।''

CR Patil a2.jpg

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি বলেন,''দেশে জলের সংরক্ষণের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রতিটি জেলায় 'অমৃত সরোবর' গড়ে তুলেছেন, যা জল সংরক্ষণ ও বৃষ্টির জল ধরে রাখার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ।”