নিজস্ব সংবাদদাতাঃ গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া মুখতার আনসারির মৃত্যু নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের টুইট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, “আমরা সবাই তার টুইটের উদ্দেশ্য জানি। কাউকে নিয়ে টুইট করা মানে যদি ভোট আর তোষণ করা, তাহলে সেটা ভালো নয়। তারা সহানুভূতি নিয়ে রাজনীতি করে না, ভোট ও তোষণের জন্য রাজনীতি করে।”
/anm-bengali/media/media_files/Tpfe7TLpjro3qwX9eRmS.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)