বিরোধীদের সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং

লোকসভায় মহাকাশ অভিযান নিয়ে বিশেষ আলোচনা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় ভারতের প্রথম মহাকাশচারীর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অভিযানে অংশগ্রহণ এবং ‘২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে মহাকাশ কর্মসূচির গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করেন। তিনি বলেন, “আপনারা সরকারের উপর রাগ করতে পারেন, বিজেপি ও এনডিএ’র উপর ক্ষোভ থাকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দেশের মহাকাশ বিজ্ঞানী ও মহাকাশচারীর উপরও আপনারা রাগ দেখাচ্ছেন। একজন মহাকাশচারী, যিনি একই সঙ্গে ভারতীয় বায়ুসেনার এক শৃঙ্খলাপরায়ণ সেনা অফিসারও, তাঁর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।”

মন্ত্রী আরও যোগ করেন, “বিরোধীরা যেন পৃথিবীর উপর রাগ, আকাশের উপর রাগ, আর আজ মহাকাশের উপরও রাগ পোষণ করছেন। অথচ আমাদের মহাকাশ বিজ্ঞানীদের অবদান গোটা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে।”

উল্লেখ্য, ভারতীয় মহাকাশ কর্মসূচির এই ঐতিহাসিক সাফল্যকে ঘিরে দেশজুড়ে উচ্ছ্বাস দেখা দিলেও সংসদে বিরোধীদের সমালোচনার কারণে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে।