নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে বিজেপি নির্বাচিত করেছে রেখা গুপ্তাকে। যা নিয়ে কার্যত উচ্ছাস প্রকাশ করেছেন বিজেপির তাবড় তাবড় নেতা থেকে শুরু করে সমস্ত কর্মী সমর্থক। আর এবার এই বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রা। তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই । তিনি শুধু মুখেই নারী ক্ষমতায়নের কথা বলেন না, বরং বাস্তবে তা নিজের কাজের মাধ্যমেও করে দেখান।" দিল্লিতে বিজেপির কর্মসূচি কেমন হবে, সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন যে, "দিল্লিতে এখনও অনেক কিছু কাজ করা বাকি আছে। আমরা খুব শীঘ্রই দিল্লিতে আয়ুষ্মান ভারত যোজনা চালু করব। এছাড়া যমুনা পরিষ্কারের কাজ তো ইতিমধ্যেই শুরু হয়েছে।"
#WATCH | Delhi: Union Minister Harsh Malhotra says, "I thank PM Modi. He doesn't just speak about women empowerment, but he has also shown the path to it... There is a lot to do in Delhi... We will implement the Ayushman Bharat yojana... The work on Yamuna has already started..." pic.twitter.com/jUkxqRwXi4
— ANI (@ANI) February 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us