সব মুসলমান পাকিস্তানে, ভারতের দুর্দশা...চরম মন্তব্য মোদীর মন্ত্রীর

বিহারের বেগুসরাই, ঔরঙ্গাবাদ ও ছাপড়ায় দুর্গাপুজোর বিসর্জন শোভাযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গিরিরাজ সিং।

author-image
SWETA MITRA
New Update
girir.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার শিরোনামে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং ভারত ও পাকিস্তান বিভাজন নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। বেগুসরাই, ঔরঙ্গাবাদ এবং ছাপড়ায় দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় পাথর ছোঁড়ার ঘটনার প্রতিক্রিয়ায় গিরিরাজ সিং বলেছেন, ‘আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিলেন, যার জন্য আমরা সকলেই ভুগছি। সব মুসলমান যদি একই সময়ে পাকিস্তানে চলে যেত, তাহলে ভারতের এমন দুর্দশা হতো না। আজও বিহার সরকার তুষ্টকরণের নীতির অধীনে কাজ করছে।‘ তিনি লালু যাদব ও নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিহার সরকার তুষ্টকরণের নীতিতে এক পক্ষকে হয়রানি করছে।