BREAKING: এই শিল্পের মধ্যে লুকিয়ে বিপুল কর্মসংস্থানের সুযোগ ! বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ?

author-image
Debjit Biswas
New Update
giriraj singh .jpg

নিজস্ব সংবাদদাতা : আজ 'Rising Northeast Investors Summit' অনুষ্ঠানে যোগদান করে হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট শিল্প সম্পর্কে বড় দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বললেন,''আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই। আগের ইউপিএ (UPA) সরকার উত্তর-পূর্বাঞ্চলকে দিল্লি থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু আমাদের সরকারের আমলে এখন এই রাজ্যগুলি দিল্লির সঙ্গে সংযুক্ত হয়েছে। হ্যান্ডলুম ও হ্যান্ডিক্রাফট উত্তর-পূর্বের রাজ্যগুলির ডিএনএ (DNA)-তে রয়েছে, আর এর মধ্যেই লুকিয়ে রয়েছে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা।"

giriraj singhh rty.jpg