/anm-bengali/media/media_files/NugTuepNj1UZ59A0z377.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: গতকাল জব কার্ড হোল্ডারদের ৫০ লক্ষ চিঠি নিয়ে কৃষি ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের অন্যান্য নেতা-মন্ত্রীরা। তাঁরা পরে দাবি করেন যে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষা করার পর মন্ত্রী জানান যে তিনি নাকি মাত্র পাঁচজন প্রতিনিধির সঙ্গে দেখা করবেন। অবশেষে সেই সাক্ষাৎ আর হয়নি। এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর পাল্টা দিলেন। তিনি দাবি করলেন, 'কৃষি ভবনে গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত অপেক্ষা করেছিলেন রাজ্যের মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কিন্তু কোনও মন্ত্রী বা সংসদ দেখা করতে আসেননি তাঁর সঙ্গে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আমরা দু লক্ষ কোটি টাকার বেশি দিয়েছি। তারা রাজ্যের মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে খারাপ আচরণ করেছে এবং এখন সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে'।
#WATCH | Begusarai, Bihar: Union Minister Giriraj Singh says, "MoS Sadhvi Niranjan Jyoti kept waiting till 8:30 pm in the Krishi Ministry but no MP or minister came to meet her...In Bengal, under Mamata Banerjee's government, we gave more than Rs 2 lakh crores...They have… https://t.co/2sGDV4PRhNpic.twitter.com/2wb8H9wEDr
— ANI (@ANI) October 4, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us