BREAKING : ‘মায়াকান্না’ করতে মুর্শিদাবাদ গেছেন ! মমতা ব্যানার্জিকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ

কি বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ ?

author-image
Debjit Biswas
New Update
giriraj singhh.jpg

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরকে চরম কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভোটব্যাঙ্ক এবং তুষ্টিকরণের রাজনীতি করেন। তিনিই প্রথমে বলেছিলেন যে, তাঁর উপস্থিতিতে কোনও বাংলাদেশিকে দেশ থেকে তাড়ানো যাবে না।”

mamata banerjee

এরপর তিনি বলেন,''মুর্শিদাবাদের ঘটনা আসলে প্রশাসনের আশ্রয়ে ঘটেছে। এখন এই ঘটনার পর হিন্দুদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে, মমতা প্রায় ২৭ দিন পর ‘মায়াকান্না’ করতে সেখানে পৌঁছে গেছেন।''