'ফের হারবে', রাহুলকে সরাসরি চ্যালেঞ্জ কেন্দ্রীয় মন্ত্রীর

রাহুল গান্ধী আমেঠি থেকে নির্বাচনে লড়বেন বলে শোনা যাচ্ছে। আর এই নিয়ে বিজেপি নেতারা কংগ্রেস সাংসদকে টার্গেট করছেন। এখন গিরিরাজ সিং দাবি করেছেন যে আমেঠিতে কংগ্রেস আবার পরাজিত হবে।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
rahul modiii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪-এর লোকসভা ভোটেরাহুলগান্ধী (Rahul Gandhi)আমেঠিথেকেলড়বেন?উত্তরপ্রদেশকংগ্রেসসভাপতিঅজয়রাই (Ajay Rai) এইদাবি করেছেন। যদিও এইনিয়েকংগ্রেসবিজেপিনেতাদেরমধ্যেবাকযুদ্ধশুরুহয়েছে।এবাররাহুলগান্ধীকেকটাক্ষকরলেনকেন্দ্রীয়মন্ত্রীগিরিরাজসিং।শনিবারগিরিরাজসিং (Giriraj Singh)বলেন, ‘২০১৯সালেওরাহুলগান্ধীআমেঠিথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরেছিলেনএবংতিনি হেরেছিলেন। এরপর তিনিওয়েনাডে চলে যান।‘ গিরিরাজসিংআরওবলেন, রাহুলগান্ধীযদি২০২৪সালেওআমেঠিথেকেপ্রতিদ্বন্দ্বিতাকরেনতবেতিনিআবারপরাজিতহবেন।তবেতিনিকোথাথেকেনির্বাচনেলড়বেন, তাকংগ্রেসরাহুলগান্ধীরব্যক্তিগতসিদ্ধান্ত।