/anm-bengali/media/media_files/yQkIpFjUUVjE79KmDarQ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "একটা সময় ছিল যখন সন্ত্রাসবাদীদের হুমকির কারণে ভোটদানের শতাংশ এক অঙ্কের ঘরে ছিল... ভোটারদের মধ্যে উচ্ছ্বাস প্রমাণ করে সন্ত্রাসের সময় শেষ হয়ে গেছে। ৩৭০ ধারা বিলোপের পর জম্মু-কাশ্মীরে শান্তির ঢেউ উঠেছে।"
#WATCH | Union Minister Gajendra Singh Shekhawat says, "There was a time when the voting percentage was in the single digits due to the threats from terrorists...The enthusiasm among voters is proof that the time of terrorism has ended. After the abrogation of article 370, there… pic.twitter.com/0bP6mDIS2m
— ANI (@ANI) September 25, 2024
প্রসঙ্গত, সরগরম উপত্যকায় আজ বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীরে আজ দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচন চলছে। মোট ৬টি জেলায় ২৬টি আসনে নির্বাচন হবে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধে ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কারণ আজ রিয়াসি, রাজৌরি, পুঞ্চ, বাদগাম, শ্রীনগরের মতো কেন্দ্রে ভোটগ্রহণ হবে যেখানে বিগত ৩ বছরে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে। ভোট চলাকালীন যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য়ই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জম্মু ও কাশ্মীর।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটে মোট ২৩৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এর মধ্যে অন্যতম হলেন ন্যাশনাল কনফারেন্স পার্টির সহ সভাপতি ওমর আবদুল্লাহ। প্রাথমিকভাবে ভোটে দাঁড়াবেন না বললেও, তিনি একসঙ্গে গান্দেরওয়াল ও বাদগাম আসন থেকে লড়ছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us