/anm-bengali/media/media_files/2025/11/08/screenshot-2025-11-08-pm-2025-11-08-16-41-30.png)
নিজস্ব সংবাদদাতা: জুবিলি হিলস উপনির্বাচনকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক বাকযুদ্ধ তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি আজ এক সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-র বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, “প্রতিদিন রেবন্ত রেড্ডি আমাদের দল ও আমাদের প্রধানমন্ত্রীকে ঘিরে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন। তিনি মানুষের মনোযোগ ঘোরানোর জন্য বিভ্রান্তিকর কথা বলছেন।”
/anm-bengali/media/post_attachments/a77b5d6e-565.png)
কিষাণ রেড্ডি আরও বলেন, “গতকাল রেবন্ত রেড্ডি আমাকে ‘খারাপ ভাই’ বলেছেন। আমি ওর সার্টিফিকেটের প্রয়োজন বোধ করি না। আসলে রেবন্ত রেড্ডি আর কেসিআর—দু’জনেই প্রকৃত অর্থে ‘খারাপ ভাই’। দু’জনেই বংশানুক্রমিক রাজনীতি করেন, দুর্নীতিতে জড়িয়ে তেলেঙ্গানার সম্পদ লুট করেছেন।” তিনি অভিযোগ করেন, “রেবন্ত রেড্ডি গত দুই বছরে মুখ্যমন্ত্রী হিসেবে একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেননি। তাঁর সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানুষের সমস্যার সমাধান না করে তিনি এখন শুধুই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত।”
#WATCH | Hyderabad, Telangana | Union Minister G Kishan Reddy says, "Telangana Chief Minister Revanth Reddy is spreading false and malicious propaganda against our party and our Prime Minister every day in the context of the Jubilee Hills by-election... Yesterday he called me a… pic.twitter.com/clpGmjiey6
— ANI (@ANI) November 8, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us