বিজেপির নজরে আদিবাসী ভোট, হয়ে গেল বড় ঘোষণা

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হতে পারে। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচারকার্যে নেমে পড়েছে।

author-image
SWETA MITRA
New Update
ADIVA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৭ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এদিকে বিধানসভা ভোটের আগে বড় দাবি করলেন মমধ্যপ্রদেশেরভোপালেকেন্দ্রীয়আদিবাসীবিষয়কমন্ত্রীঅর্জুনমুন্ডা। তিনিবলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী১৫নভেম্বরকে 'জনজাতীয়গৌরবদিবস' হিসাবেপালন করার ঘোষণা করেছেন।ভগবানবিরসামুন্ডারজন্মবার্ষিকীওএকইদিনেপড়ে।আমরানিশ্চিতকরছিযেদেশেরসমস্তঅঞ্চলেআদিবাসীদেরউন্নয়ননিশ্চিত করা হবে।" দেখুন ভিডিও...