'হিন্দিভাষীরা টয়লেট সাফ করে', সাংসদকে তীব্র আক্রমণ মোদীর মন্ত্রীর

ডিএমকে সাংসদ দয়ানিধি মারান হিন্দি তে কথা বলা লোকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

author-image
SWETA MITRA
New Update
swed.jpg

নিজস্ব সংবাদদাতাঃ  ডিএমকেসাংসদদয়ানিধিমারানের (Dayanidhi Maran) বক্তব্যকে ঘিরে দেশজুড়ে আলোড়নের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সাংসদ বলেন যে যারাহিন্দিতেকথাবলে তাঁরা তামিলনাড়ুতে টয়লেট পরিষ্কার করে। এদিকে এই বিষয় নিয়ে এবার গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আজ  ওড়িশায় বলেন, ‘গোটা দেশ অহংকারী মানুষ এবং 'ঘামান্ডিয়া' জোটকে জবাব দেবে। তামিলনাড়ুতেও তারা এর উত্তর পাবে।‘