BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান

কি বললেন ধর্মেন্দ্র প্রধান ?

author-image
Debjit Biswas
New Update
Dharmendra Pradhans1.jpg

নিজস্ব সংবাদদাতা - এবার ওড়িশার চিপলিমা ক্যাম্পাসকে নিয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন,''আমাদের সরকারের প্রাথমিক লক্ষ্য হল কৃষকদের আয় দ্বিগুণ করা। কৃষি, উদ্যানপালন, পশুপালন ও মৎস্যচাষ নিয়ে কৃষকদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। তখনই আমরা আধুনিক কৃষির দিকে এগোতে পারব। ভবিষ্যতে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে চিপলিমা ক্যাম্পাসকে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাসে রূপান্তর করবে।"

dharmendra pradhanj.jpg