নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও জঙ্গি হামলার পর ইন্দাস জলচুক্তি বাতিল প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছে ভারত। আজ এই বিষয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়েছেন,''স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে আজকের গোপন বৈঠকে, পাকিস্তানে জল বন্ধের সম্পূর্ণ রোডম্যাপ তৈরি করা হয়েছে।''
/anm-bengali/media/media_files/faZLRSFfZcrAK3PEouu5.jpg)
তিনি জানান,''তিনটি বিকল্প নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। এক্ষেত্রে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে পাকিস্তানে এক ফোঁটা জলও না যায়। খুব শীঘ্রই এই নদীগুলিতে কাদা সরানোর কাজ শুরু হবে,যাতে এই নদীগুলির জল আটকে যায়,আর সম্পূর্ণ ভিন্ন দিকে ঘুরে যায়।''