নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচন সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান মুখ খুললেন। তিনি বলেছেন, "মানুষ যেভাবে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে তৃতীয়বারের মতো সরকারকে নির্বাচিত করেছে, তাতে তার প্রতি তাদের আস্থার প্রমাণ পাওয়া যায়। আমি বিশ্বাস করি যে অনেক দিন পর আমরা বিহারেও ডাবল ইঞ্জিন সরকার ব্যবস্থা পেয়েছি। আমি নিশ্চিত যে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে জনগণ এনডিএ সরকারকে বেছে নেবে"।
/anm-bengali/media/media_files/kB4YHV7pg5uVuJm39JoX.jpg)