/anm-bengali/media/media_files/KGKHCVzzyBAeXrv6ILfh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার ছত্তিশগড়ে পা রেখেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি একপ্রকার বিজেপিকে নিয়ে বড় রকমের দাবি করেছেন। আজ তিনি ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরে দাঁড়িয়ে বলেন, "ছত্তিশগড়ের পরিবেশ বিজেপির পক্ষে রয়েছে। এর পিছনে কারণ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রের কাছ থেকে সহায়তা দিয়েছেন, তিনি একের পর এক বড় প্রকল্প রাজ্যকে উপহার দিয়েছেন। তিনি কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য ১ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ প্রদান করেছেন। অন্যদিকে সাম্প্রদায়িক তুষ্টির কারণে জনগণ জেগে উঠেছে। দেখে মনে হচ্ছে এখানকার সরকার তুষ্টকরণে ভুগছে। ছত্তিশগড়ে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার রয়েছে। এই সরকার দিল্লিতে তার নেতাদের জন্য এটিএম হয়ে গেছে। খনি মাফিয়া, মদ মাফিয়া বা ট্রান্সফার মাফিয়ার মাধ্যমে ছত্তিশগড় থেকে 'অল টাইম মানি' কংগ্রেসের কাছে যায়। জনগণ এই মাফিয়াদের হাত থেকে মুক্ত হতে চায়।“ শুনুন তাঁর বক্তব্য...
#WATCH | Raipur, Chhattisgarh: Union Minister Anurag Thakur says, "The environment in Chhattisgarh is in the favour of the BJP. The reason behind it is that PM Modi has given assistance from the centre for the development of the state, he has given big projects back to back. He… pic.twitter.com/R7L9UqMzKP
— ANI (@ANI) October 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us