উদ্ধার ২২০ কোটি টাকা, আক্রমণে সাংসদ

আয়কর বিভাগ ঝাড়খণ্ড, ওড়িশা এবং বাংলায় এই গোষ্ঠীর ১০টি জায়গায় অভিযান চালিয়েছে।

author-image
SWETA MITRA
New Update
ANURAGGG.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। অভিযানের সময় নয়টি আলমারি নোটে ভরা অবস্থায় পাওয়া যায় এবং নোটগুলি গোনার জন্য টাকা গোনার মেশিন অবধি আনা হয়। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয়মন্ত্রীঅনুরাগঠাকুর (Anurag Thakur)। তিনিবলেছেন, "কংগ্রেসসাংসদেরবাড়িতেঅভিযানচালিয়েনয়টিআলমারিএবংথেকে২২০কোটিটাকারওবেশিটাকাপাওয়াগেছে।ব্যাংকগুলোর৩২জনকর্মচারীরওনগদটাকাগুণতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন রীতিমতো। কংগ্রেসেরএকজনদুর্নীতিগ্রস্তসাংসদেরকাছথেকেএইপরিমাণঅর্থউদ্ধারকরাহয়েছে।কংগ্রেসদুর্নীতিরজন্মস্থান।“