'মমতার মধ্যে মনুষ্যত্বের অভাব রয়েছে', কালিয়াগঞ্জকাণ্ডে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীর মৃত্যু ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার আবেদন করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
anurag mamata.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কালিয়াগঞ্জে (Kaliyaganj) এক নাবালিকাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এমনকি ঘটনাকে ঘিরে রাজনৈতিক দলগুলি একে অপরকে কাদা ছোঁড়াছুড়ি করতেও পিছিয়ে নেই। এবার এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই  কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে দুষ্কৃতীরা যখন ভগবান রাম ভক্তদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে, তখন পুলিশ নীরব হয়ে থাকে। কিন্তু বিজেপি কর্মীরা যখন একটি মেয়েকে ধর্ষণ ও হত্যার জন্য ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করে, তখন গুলি ছোঁড়া হয়। রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যদি কোনও মেয়ে ন্যায়বিচার না পায় তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মনুষ্যত্বের অভাব রয়েছে।'