'মমতা নির্মমতার প্রতীক', কড়া আক্রমণ অনুরাগ ঠাকুরের

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, "দেশের কয়েকটি রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বেড়েছে এবং বেশ কয়েকটি রাজ্যে এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।"

author-image
SWETA MITRA
New Update
mamata anurag.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নারীনির্যাতনইস্যুতেবিরোধী শাসিত রাজ্যগুলিকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। এদিন তাঁর নিশানা ছিল রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অনুরাগ ঠাকুর বলেন, মমতানির্মমতারপ্রতীক। এখানে মহিলাদের ওপর এত অত্যাচার করা হচ্ছে। কী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় দুজন মহিলাকে পিটিয়ে পিটিয়ে অর্ধ নগ্ন করা হয়েছে। এসবের আবার ভিডিও অবধি বানানো হচ্ছে। কোথায় গেল মমতাজির ‘মমতা’? কোথায় গেল সরকার? কোথায় তদন্ত হচ্ছে? বাংলা থেকে শুরু করে বিহার, রাজস্থান, আরজেডি, তৃণমূল হোক বা কংগ্রেস, বিরোধী শাসিত রাজ্যগুলিকে মেয়েদের আক্রমণের ঘটনা বাড়ছে।‘