/anm-bengali/media/media_files/FvhwhVA2DJK7DZS1NoPS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের ঘটনা নিয়ে আবারও গর্জে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। দিল্লিতে দাঁড়িয়ে তিনি বলেন, "যে কোনও রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা হৃদয় বিদারক। দায়িত্ব গ্রহণ করা এবং নারীর বিরুদ্ধে অপরাধ কমানো রাষ্ট্রের দায়িত্ব। আমি বিরোধীদের অনুরোধ করব আলোচনা থেকে পালিয়ে না যাওয়ার জন্য। বিরোধীদের এই ধরনের স্পর্শকাতর ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।“
উল্লেখ্য, গত আড়াই মাস ধরে মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংস সংঘর্ষের মধ্যে বুধবার মণিপুরের দুই মহিলাকে যৌন নিপীড়নের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে।
মণিপুর (Manipur) সহ গোটা দেশ আবারও মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী থেকেছে। গণধর্ষণের পর মণিপুরের রাস্তায় দুজন মহিলাকে ঘোরানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে পড়েছে। এদিকে এহেন নক্ক্যারজনক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সংসদের বর্ষা কালীন অধিবেশনের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসেছিলেন, তখন তিনি মণিপুরের ঘটনার কথা উল্লেখ করে বলেছিলেন যে তাঁর মন ভারাক্রান্ত।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘দেশকে অপমান করা হচ্ছে এবং দোষীদের ছাড় দেওয়া হবে না।‘ উল্লেখ্য, মণিপুরে (Manipur) চলমান সহিংসতা নিয়ে এই প্রথম প্রধানমন্ত্রী মোদী কিছু বললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা না বলা নিয়ে দীর্ঘদিন ধরেই মণিপুর নিয়ে প্রশ্ন তুলছিল বিরোধীরা।
এদিকে মণিপুর পুলিশ নিশ্চিত করেছে যে গত ৪ মে মণিপুরের থৌবাল জেলায় ওই দুই নারীকে যৌন নিপীড়ন করা হয়। এহেন ঘটনাকে ঘিরে গোটা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিংশ শতাব্দীতেও এরকম ঘটনা যে ঘটতে পারে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি।
পুলিশ জানায়, 'ঘটনাটি ঘটেছে গত ৪ মে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে।‘
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, দোষীদের ফাঁসি দেওয়ার চেষ্টা করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই কেন্দ্রের বিরোধী দলগুলির বিশিষ্ট নেতাদের কাছ থেকে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি এই বিষয়ে ক্ষমতাসীন দল বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে।
#WATCH Delhi: Union Minister Anurag Thakur says, "Atrocities against women in any state is heart-wrenching. It is the state's responsibility to take charge & reduce crime against women...I would request the opposition not to run away from discussions...The opposition should not… pic.twitter.com/uJeNSr0KnK
— ANI (@ANI) July 23, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us