New Update
/anm-bengali/media/media_files/uRpkg728Jzd7egEKq9Yo.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ হঠাৎ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাসভবনে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা। দীর্ঘক্ষণ বৈঠক হয় দুজনের মধ্যে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাসভবন থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জে.পি. নাড্ডা।
/anm-bengali/media/media_files/br86V8n6v6P4Dt7wJFCV.jpg)
এই বৈঠকের কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে, এই বৈঠকে আসন্ন নির্বাচনী কৌশল অথবা দলীয় কোনও কৌশল নিয়ে আলোচনা হতে পারে। এই শীর্ষ দুই নেতার এই হঠাৎ সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
#WATCH | Delhi | Union Minister and BJP National President JP Nadda leaves from the residence of Union Home Minister Amit Shah pic.twitter.com/XwmRIURLTY
— ANI (@ANI) April 16, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us