/anm-bengali/media/media_files/qHTWYNPFB4Vrkjk13TjP.jpeg)
নিজস্ব সংবাদদাতা: গতকাল সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে করমণ্ডল এক্সপ্রেস। যার ফলে এখনও পর্যন্ত ২৩৩ জনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। দুর্ঘটনার ফলে আহত হয়েছেন, প্রায় হাজার জন মানুষ। এবার ওড়িশার বালেশ্বর হাসপাতালে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি।
ইতিপূর্বেই হাসপাতালে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি সাংসদ প্রতাপ সারঙ্গি। সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তারা।
#BalasoreTrainAccident | Union Minister Dharmendra Pradhan, Railways Minsiter Ashwini Vaishnaw and BJP MP from Balasore Pratap Sarangi meet the injured at the hospital in Balasore, Odisha. pic.twitter.com/1UcZc3bBX6
— ANI (@ANI) June 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us