৯ বছরের হিসেব দিলেন অমিত শাহ

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর এবার কেন্দ্রের মোদী সরকারের ৯ বছরের কাজের হিসেব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

author-image
SWETA MITRA
New Update
amit shah.jpg


নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর এবার কেন্দ্রের মোদী সরকারের ৯ বছরের কাজের হিসেব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় অমিত শাহ লেখেন, ‘সুশাসন ও দরিদ্রদের কল্যাণের স্বর্ণযুগ। জনসেবার ৯ বছর। এখনও অনেক উন্নত দেশ করোনা মহামারীর প্রভাব থেকে সেরে উঠতে পারেনি, সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি (Narendra Modi)-র নেতৃত্বে দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতি বিশ্বের কাছে একটি মডেল হয়ে উঠেছে। আধুনিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে একত্রিত করে মোদীজি আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দৃঢ়সংকল্প নিয়ে কাজ করছেন। বাড়ি, বিদ্যুৎ, গ্যাস এবং স্বাস্থ্য বীমার মতো অনেক মৌলিক সুযোগ-সুবিধা দিয়ে মোদীজি দরিদ্রতম মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছেন। প্রথমবারের মতো, দেশে গ্রামীণ ও শহুরে ভারতের সমান্তরাল উন্নয়ন দেখা গেছে।‘