/anm-bengali/media/media_files/2025/10/01/screenshot-2025-10-01-11-pm-2025-10-01-22-53-33.png)
নিজস্ব সংবাদদাতা: অমৃতসরের আজনালায় এসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় টম্টা জানান, প্রবল বৃষ্টির কারণে ন্যাশনাল হাইওয়ে ৩৫৪–এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যদি রাজ্য সরকার যথাসময়ে ভূমি হস্তান্তর করত, তবে এই সমস্যার সৃষ্টি হতো না এবং কৃষকরাও দুর্ভোগে পড়তেন না।
/anm-bengali/media/post_attachments/75dda543-014.png)
মন্ত্রী আরও জানান, কেন্দ্র সরকার জাতীয় সড়ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ভূমি সংক্রান্ত জটিলতার কারণে কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। তিনি রাজ্য সরকারকে আহ্বান জানান দ্রুত ভূমি হস্তান্তর সংক্রান্ত সমস্যার সমাধান করতে, যাতে সড়ক মেরামত ও উন্নয়ন দ্রুত সম্পন্ন করা যায়।
#WATCH | Amritsar, Punjab | Union Minister Ajay Tamta says, "Today I have come to Ajnala and some part of National Highway 354 was damaged due to rain... If the state government had given us land, such a problem would not have arisen and farmers would not have faced any… pic.twitter.com/r87LakLYOs
— ANI (@ANI) October 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us