বৃষ্টিতে নষ্ট জাতীয় সড়ক, ভূমি না দেওয়ায় রাজ্য সরকারকে দায়ী করলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় টম্টা

“ভূমি পাওয়া গেলে কৃষকদের এই সমস্যায় পড়তে হতো না” — অজয় টম্টা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-01 10.53.11 PM

নিজস্ব সংবাদদাতা: অমৃতসরের আজনালায় এসে কেন্দ্রীয় মন্ত্রী অজয় টম্টা জানান, প্রবল বৃষ্টির কারণে ন্যাশনাল হাইওয়ে ৩৫৪–এর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যদি রাজ্য সরকার যথাসময়ে ভূমি হস্তান্তর করত, তবে এই সমস্যার সৃষ্টি হতো না এবং কৃষকরাও দুর্ভোগে পড়তেন না।

মন্ত্রী আরও জানান, কেন্দ্র সরকার জাতীয় সড়ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ভূমি সংক্রান্ত জটিলতার কারণে কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে। তিনি রাজ্য সরকারকে আহ্বান জানান দ্রুত ভূমি হস্তান্তর সংক্রান্ত সমস্যার সমাধান করতে, যাতে সড়ক মেরামত ও উন্নয়ন দ্রুত সম্পন্ন করা যায়।