নর্থ ব্লকে মুখোমুখি হচ্ছেন রাজ্যপাল-অমিত শাহ

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বসু রবিবার সন্ধ্যায় নয়া দিল্লির উদ্দেশে রওনা হন। তবে রাজ্যপাল নিজেই তাঁর জাতীয় রাজধানী সফরের উদ্দেশ্য জানাননি। রাজভবন সূত্রে জানা গিয়েছিল যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন।

author-image
SWETA MITRA
New Update
amit shah cv.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বাংলার পঞ্চায়েত ভোট চলাকালীনই দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। শোনা যাচ্ছিল যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবেন। অবশেষে সেই খবরে শিলমোহর পড়ল। জানা গিয়েছে, আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহনর্থব্লকেপশ্চিমবঙ্গেররাজ্যপালসিভিআনন্দবসুরসঙ্গেদেখাকরবেন।

প্রসঙ্গত, শনিবারসন্ধ্যায়বাংলায় পঞ্চায়েত ভোটশেষহওয়ারপরেআনন্দবোসসংবাদমাধ্যমেনীরবতাবজায়রেখেছিলেন, যদিওএরআগেতিনিহিংসাইস্যুতেঅত্যন্তসোচ্চারহয়েছিলেন।রাজ্যনির্বাচনকমিশনাররাজীবসিনহাএইইস্যুতেরাজ্যপালেরতীব্রআক্রমণেরশিকারহয়েছিলেন। 

এদিকে নির্বাচনে হওয়া হিংসা প্রসঙ্গে সিভি আনন্দবলেছিলেন, 'রাজ্যেরগভর্নরহিসেবেআমারযাকরারকথা, আমিতাইকরব।‘ রাজভবনসূত্রেজানাগিয়েছে, গতকয়েকদিনধরেরাজ্যেরবিভিন্নজেলাসফরেরঅভিজ্ঞতারভিত্তিতেরাজ্যপালএকটিরিপোর্টতৈরিকরেছেন।