New Update
/anm-bengali/media/media_files/rWRuciMlpJmOnTDCD1HK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে মণিপুর (Manipur) সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । এদিকে আজ বুধবার কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহআজমণিপুরেরমোরেহেকুকিসম্প্রদায়ের প্রতিনিধি দলেরসাথেদেখাকরেছেন। অন্যদিকেকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে মণিপুরের তেংনুপাল জেলার ভারত-মায়ানমার সীমান্ত শহর ও হিংসা বিধ্বস্ত মোরেহ এলাকা পরিদর্শন করেন। এদিন অমিতশাহ এক টুইট বার্তায় লেখেন, ‘ মণিপুরের মোরেহতে ঊর্ধ্বতনকর্মকর্তাদেরসঙ্গেনিরাপত্তাপরিস্থিতিপর্যালোচনাকরেছি।‘
Union Home Minister Amit Shah met with a Kuki delegation in Moreh, Manipur, today pic.twitter.com/ECvvAygmog
— ANI (@ANI) May 31, 2023
Took stock of the security situation with senior officials in Moreh (Manipur). pic.twitter.com/8bKRUA5ks1
— Amit Shah (@AmitShah) May 31, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us