কুকিদের মুখোমুখি অমিত শাহ

বর্তমানে মণিপুর (Manipur) সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । এদিকে আজ বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মণিপুরের মোরেহে কুকি সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাথে দেখা করেছেন।

author-image
SWETA MITRA
New Update
amit shah কুকি.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বর্তমানে মণিপুর (Manipur) সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) । এদিকে আজ বুধবার কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহআজমণিপুরেরমোরেহেকুকিসম্প্রদায়ের প্রতিনিধি দলেরসাথেদেখাকরেছেন। অন্যদিকেকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালে মণিপুরের তেংনুপাল জেলার ভারত-মায়ানমার সীমান্ত শহর ও হিংসা বিধ্বস্ত মোরেহ এলাকা পরিদর্শন  করেন।  এদিন অমিতশাহ এক টুইট বার্তায় লেখেন, মণিপুরের মোরেহতে ঊর্ধ্বতনকর্মকর্তাদেরসঙ্গেনিরাপত্তাপরিস্থিতিপর্যালোচনাকরেছি।‘