বড় প্রতিশ্রুতি অমিত শাহের, সিঁদুরে মেঘ দেখছে সরকার?

রাজ্য সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
amit telaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী রাজ্য তেলেঙ্গানা সফরে গিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।   কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার তেলেঙ্গানায় একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তেলেঙ্গানায় বিজেপি সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী অনগ্রসর জাতি থেকে আসবেন।‘ সূর্যপেটে এক জনসভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। তিনি টিআরএসকে দরিদ্র বিরোধী, দলিত বিরোধী এবং ওবিসি বিরোধী বলে অভিযোগ করেন। অমিত শাহ বলেন, ‘বিআরএস প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা দলিত মুখ্যমন্ত্রী করবে। আমি কেসিআরকে জিজ্ঞাসা করতে চাই যে তাঁর প্রতিশ্রুতির কী হল?’ অমিত শাহ তফসিলি জাতির কল্যাণে ৫০,০০০ কোটি টাকার বাজেটের প্রতিশ্রুতি অবধি আজ দিয়েছেন। তিনি কেসিআরকে জিজ্ঞাসা করেন যে তিনি বাজেট বরাদ্দ করেছেন কিনা। শুনুন তাঁর বক্তব্য...