গণতন্ত্রের শিকড় আরও গভীর, বড় ঘোষণা অমিত শাহের

বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
amit shah pccd.jpg

নিজস্ব সংবাদদাতা: আবারও শিরোনামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। একাধিক ইস্যুকে ঘিরে আজ বড় মন্তব্য করলেন মোদীর মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লির বিজ্ঞান ভবনে পিএইচডিসিসিআইয়ের ১১৮ তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘গত নয় বছরে দেশে অনেক পরিবর্তন এসেছে। এই বছরটি ছিল রাজনৈতিক স্থিতিশীলতা, সিদ্ধান্তমূলক নীতির।‘ অমিত শাহ বলেন, 'গত ৭৫ বছরে ভারত গণতন্ত্রের শিকড়কে আরও গভীর করতে সক্ষম হয়েছে।   ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশকে "নীতিগত পক্ষাঘাত" থেকে বের করে এনেছে আমাদের সরকার।' 

 

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘জি-২০-এর সফল আয়োজন, চন্দ্রযান-৩ এর সাফল্য, মিশন আদিত্য এল-১ এবং মহিলা সংরক্ষণ বিল পাস... এই সমস্ত ঘটনা দেশকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে। দেশ ৭৫ বছরের যাত্রা পূর্ণ করেছে এবং গত ৭৫ বছরে আমরা প্রতিটি ক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছি। আন্তর্জাতিক মঞ্চে আমরা নিজেদের প্রমাণ করেছি। মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ২৫ বছর সময় এসেছে একটি সংকল্প গ্রহণের এবং সংকল্প পূরণের। আমরা এমন একটি দেশ চাই, যার স্বপ্ন প্রধানমন্ত্রী মোদী আমাদের দেখিয়েছেন।‘ অমিত শাহ বলেন, দেশ যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করছে, তখন এমন কোনও অঞ্চল থাকা উচিত নয় যেখানে ভারত এক নম্বর নয়। তিনি বলেন, ‘আমরাও এটা স্বপ্ন দেখতে পারি কারণ আমাদের দেশ সবচেয়ে বেশি সংখ্যক তরুণের দেশ। সবচেয়ে জনবহুল দেশ আমাদের।‘ এ সময় অমিত শাহ রাইজিং ইন্ডিয়া থিম বেছে নেওয়ার জন্য পুরো দলকে অভিনন্দন জানান।