ধ্বংসস্তুপ বালাসোর! বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ওড়িশার বালাসোরের দুর্ঘটনা সকল দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহত ও মৃতের সংখ্যা। হাসপাতালগুলিতে উপচে পড়েছে ভিড়। এদিকে আজ রবিবার ভুবনেশ্বরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

author-image
SWETA MITRA
New Update
mansukh.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালাসোরের দুর্ঘটনা সকল দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আহত ও মৃতের সংখ্যা। হাসপাতালগুলিতে উপচে পড়েছে ভিড়। এদিকে আজ রবিবার ভুবনেশ্বরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। হাসপাতালগুলিতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি। এদিন তিনি বলেন, ‘ভয়াবহএইদুর্ঘটনায় (Train Accident)একহাজারেরওবেশিমানুষআহতহয়েছেনএবংতাদেরচিকিৎসাচলছে।১০০জনেরওবেশিরোগীরক্রিটিক্যালকেয়ারপ্রয়োজনএবংতাদেরচিকিৎসারজন্যদিল্লিএইমস, লেডিহার্ডিঞ্জহাসপাতাল, আরএমএলহাসপাতালেরবিশেষজ্ঞচিকিৎসকরাআধুনিকসরঞ্জামএবংওষুধসহএখানেপৌঁছেছেন।আমরাবিস্তারিতআলোচনাকরেছিএবংএকটিকর্ম পরিকল্পনাওপ্রস্তুতকরাহয়েছে।‘ দেখুন ভিডিও...