ব্যাপক তাপপ্রবাহ! বাড়ছে মৃত্যু, অসুস্থতা, জরুরি বৈঠক ডাকল কেন্দ্র

বিভিন্ন জেলায় প্রচণ্ড তাপপ্রবাহ দেখা দিয়েছে, যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমতাবস্থায় সাধারণ জীবন ও গবাদিপশুর সুরক্ষায় প্রতিটি পর্যায়ে জোরালো ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালগুলোকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
mansukh.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একাধিক রাজ্যের উর্ধ্বমুখী তাপমাত্রা নিয়ে চিন্তিত কেন্দ্রীয় সরকার। এরই মাঝে কেন্দ্রীয়স্বাস্থ্যমন্ত্রীডঃমনসুখমাণ্ডব্য (Dr Mansukh Mandaviya) আজ বুধবাররাজ্যকেন্দ্রশাসিতঅঞ্চলগুলিরসাথেএকটিবৈঠকেসভাপতিত্বকরবেন।

heat.jpg

দেশেরকিছুঅংশেতাপপ্রবাহের (Heatwave) কারণেউদ্ভূততাপজনিতঅসুস্থতার হার বাড়ছে। এই ব্যাপারটি কীভাবে রোখা যায় এবং আরও কী কী প্রস্তুতি নেওয়া যায় সেই প্রসঙ্গে আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে খবর।