করুর পদদলনকাণ্ডে নিহতের পরিবারের পাশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

বিজেপি নেতা এল. মুরুগান ও রাজ্য সভাপতি নেইনার নাগেন্দ্রনের সঙ্গে শোকস্তব্ধ পরিবারে সাক্ষাৎ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-29 1.12.50 PM

নিজস্ব সংবাদদাতা: করুর জেলার এমুর পুডুরে ২৭শে সেপ্টেম্বর অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগম (TVK) প্রধান বিজয়ের এক জনসভায় ঘটে যাওয়া মর্মান্তিক পদদলনকাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এল. মুরুগান ও রাজ্য বিজেপি সভাপতি নেইনার নাগেন্দ্রন। তাঁরা শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন। ঘটনায় এখনও শোকের ছায়া নেমে রয়েছে এলাকাজুড়ে। এদিনের এই সফরকে রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।