/anm-bengali/media/media_files/2025/09/27/download-2025-09-27t1-2025-09-27-17-50-07.jpeg)
ILIYASI
নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি। আজ রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ (Rashtriya Muslim Manch) কর্তৃক আয়োজিত 'সর্বভারতীয় মুসলিম মহাসম্মেলন'-এ উপস্থিত হয়ে তিনি দাবি করেন,এই সম্মেলনের মূল লক্ষ্য হল মানবতা এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করা।
তিনি বলেন,''আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে সমবেত হয়েছেন। আমাদের একমাত্র লক্ষ্য হল এই যে, আমাদের কাছে সবচেয়ে বড় ধর্মই হল মানবতা।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
এরপর তিনি বলেন,''প্রধানমন্ত্রী মোদির সরকার ক্ষমতায় আসার পর মুসলিমরা যেসব ব্যাপক সুবিধা পেয়েছেন, তা আজ বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আজ তিন তালাক, ওয়াকফ সংক্রান্ত বিষয় বা ৩৭০ ধারা-ই হোক না কেন। প্রতিটি দিক নিয়ে এখানে খোলাখুলি আলোচনা করা হয়েছে, এবং এটিই একটি পরিবর্তনশীল ভারতের চিত্র। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকের ভারত নতুন, উন্নত, শ্রেষ্ঠ এবং বিকশিত ভারত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us