ভারতে কোকেন চোরাচালানের চেষ্টা! ধৃত উগান্ডার ব্যক্তি

ভারতে মাদক চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিল ডিআরআই।

New Update
ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ প্রায় আট কোটি টাকার কোকেন সহ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল উগান্ডার এক পুরুষ যাত্রী। ধৃত ব্যক্তি ক্যাপসুলের মধ্যে নিষিদ্ধ কোকেন ভরে খেয়ে নিয়েছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযুক্ত যাত্রীকে আটক করেন ডিআরআইয়ের আধিকারিকরা।

ডিআরআইয়ের  জেরায় নিজের কৃতকর্মের কথা স্বীকার করে ধৃত যাত্রী। ধৃত যাত্রীর শরীর থেকে কোকেন ভর্তি ক্যাপসুলগুলো বের করা হয়। ধৃতের বিরুদ্ধে ১৯৮৫ সালের এনডিপিএস আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

সূত্রে খবর, বাজেয়াপ্ত মাদকের বাজারমূল্য ৭ কোটি ৮৫ লক্ষ টাকা। ধৃত যাত্রীর শরীর থেকে ৭৮৫ গ্রাম কোকেনযুক্ত মোট ৬৫টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে।