বিহারের মহিলারা কি বেশি প্রিয় ? মহারাষ্ট্রের মহিলাদের জন্য অর্থের দাবি তুলে মোদিকে কটাক্ষ করলেন উদ্ধব

কি বললেন উদ্ধব ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
Uddhav Thackerayyu.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০০০০ টাকা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার এই বিষয়েই নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। তিনি বলেন,''বিহারের নির্বাচন এখনও ঘোষণা হয়নি। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ (দশ হাজার) টাকা দিয়েছেন। তাহলে কি এখন বিহারের মহিলারা বেশি প্রিয় মোদির কাছে ? নাকি সেখানে নির্বাচন আসন্ন বলে মহিলাদের এই টাকা দেওয়া হচ্ছে ?"

uddhav1

এরপর তিনি বলেন,''মহারাষ্ট্রের বোনেরা কি আর মোদির কাছে 'লাডলি' (প্রিয়) নন ?"