'২০২৪-এর পর দেশে জোট সরকার হবে,‘ জানিয়ে দিলেন নেতা

২০২৪ সালের লোকসভা ভোটের আগে মোদী সরকারকে রুখতে রীতিমতো ‘পরিকল্পনা’ শুরু করে দিয়েছেন বিরোধীরা। এমনকি আর কয়েকদিনের মধ্যে বিহারের পাটনায় বিরোধীদের একটি বৈঠকও হবে।

author-image
SWETA MITRA
New Update
sanjay.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের আগে মোদী সরকারকে রুখতে রীতিমতো ‘পরিকল্পনা’ শুরু করে দিয়েছেন বিরোধীরা। এমনকি আর কয়েকদিনের মধ্যে বিহারের পাটনায় বিরোধীদের একটি বৈঠকও হবে। এরই মাঝে বিরোধী জোট প্রসঙ্গে মন্তব্য করে শিরোনামে উঠে এলেন উদ্ধব বালাসাহেবঠাকরেরদলনেতাসঞ্জয়রাউত (Sanjay Raut)। তিনি আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েবলেন, '২০২৪সালেরপরদেশেজোটসরকারহবে।‘