/anm-bengali/media/media_files/0d8SBEaM3HY50y78MSJU.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে দু'জন মহিলাকে নগ্ন করে কুচকাওয়াজ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বৃহস্পতিবার বলেছেন, এই ধরনের ঘটনা দেশকে লজ্জায় ফেলেছে।
তিনি বলেন, "গতকাল মণিপুর থেকে দুই নারীর সঙ্গে জঘন্য অপরাধের একটি ভিডিও দেশের সামনে এসেছে।একজন মহিলা সাংসদ হিসেবে আমি মণিপুর নিয়ে আলোচনা চাই। প্রধানমন্ত্রীর উচিত নীরবতা ভেঙে সংসদে বক্তব্য রেখে জনগণের জবাব দেওয়া।"
#WATCH | Shiv Sena (UBT) MP Priyanka Chaturvedi says, "...Yesterday, video of a heinous crime with two women came from Manipur before the country...Such an incident puts the country to shame...As a woman MP, I want a discussion on Manipur. The PM should break his silence and… pic.twitter.com/I4y2IhQAR6
— ANI (@ANI) July 20, 2023
তিনি বলেন, "মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি কখনও এই বিষয়ে কথা বলেননি। কিন্তু এখন যখন তাঁর উপর চাপ রয়েছে, তখন স্মৃতি ইরানি বলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।"
উদ্ভব ঠাকরে দলের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী দাবি করেন, কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সম্পূর্ণ অযোগ্য। স্মৃতির ইস্তফা দেওয়া উচিত বলেও দাবি করা হয় প্রিয়াঙ্কা চতু্র্বেদীর তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us