গুরুত্বপূর্ণ আলোচনা, ব্রাত্য সেই উদ্ধব

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সেই বিষয়টি প্রকাশ্যে আনেন।

New Update
eknath-shinde-uddhav-thackeray-ani1-1664994215.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মারাঠা সংরক্ষণ নিয়ে গতকালই হয়ে গিয়েছে বিশেষ বৈঠক। শিন্ডে সরকারের ডাকা বৈঠকে আলোচিত হয় এই বিষয় নিয়ে। অথচ সেখানেই ব্রাত্য শিবসেনা (ইউবিটি)। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত সেই বিষয়টি প্রকাশ্যে আনেন।

তিনি তাঁর এক্স হ্যান্ডেলে জানান, “মারাঠা সংরক্ষণ নিয়ে মহারাষ্ট্র সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে তাঁর দলের সাংসদ এবং বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্য সরকারের ডাকা বৈঠকে শুধুমাত্র মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলের নেতা আম্বাদাস দানভেকে ডাকা হয়েছিল”। মহারাষ্ট্র সরকারের এহেন ব্যবহার নিয়ে ক্ষুব্ধ উদ্ধব ঠাকরের দল।

 

hiren