BREAKING: জন সুরাজ পার্টির জাতীয় সভাপতির দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ উদয় সিং !

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
prashant kishorq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির জাতীয় সভাপতির দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ উদয় সিং। আর এই বিষয়ে এবার নিজের প্রতিক্রিয়া দিলেন খোদ প্রশান্ত কিশোর। তিনি বলেন,''আমরা আশা করি, উদয় সিং শুধু জন সুরাজ পার্টিকেই নয়, বরং সমগ্র বিহারকেই এগিয়ে নিয়ে যাবেন।” এরপর তিনি বলেন,''জন সুরাজ পার্টির সাথে সাথে সমগ্র বিহারের মানুষও এটাই আশা করেন যে,উদয় সিংয়ের রাজনৈতিক অভিজ্ঞতা বিহারের কাজে লাগবে।”

prashant kishorq2.jpg