New Update
/anm-bengali/media/media_files/pjkTBn5BvG0UJqPKGcpC.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র সরকার হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে প্রবর্তনের জন্য দুটি জিআর বাতিল করার পর, উদ্ধব ঠাকরে গোষ্ঠী (ইউবিটি) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) মুম্বাইয়ের ওরলি ডোমে একটি যৌথ সমাবেশ করে এদিন। সেখান থেকেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এদিন বলেন, "আমরা একসাথে থাকার জন্য একত্রিত হয়েছি"।
তবে এই বিষয়ে অনেকেই অন্য সুর শুনতে পারছে বলেই মত বিশেষজ্ঞদের।
Mumbai: Shiv Sena (UBT) Chief Uddhav Thackeray says, "We have come together to stay together"
— ANI (@ANI) July 5, 2025
Uddhav Thackeray faction (UBT) and Maharashtra Navnirman Sena (MNS) are holding a joint rally at Worli Dome in Mumbai, after the Maharashtra government scrapped two GRs to introduce… pic.twitter.com/h9X4gs5VTg