UBT-র সঙ্গে MNS, একই সাথে মঞ্চ ভাগ করে নাটকীয় প্রত্যাবর্তন!

অন্য সুর শুনতে পারছে বলেই মত বিশেষজ্ঞদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
w

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র সরকার হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে প্রবর্তনের জন্য দুটি জিআর বাতিল করার পর, উদ্ধব ঠাকরে গোষ্ঠী (ইউবিটি) এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) মুম্বাইয়ের ওরলি ডোমে একটি যৌথ সমাবেশ করে এদিন। সেখান থেকেই শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে এদিন বলেন, "আমরা একসাথে থাকার জন্য একত্রিত হয়েছি"। 

তবে এই বিষয়ে অনেকেই অন্য সুর শুনতে পারছে বলেই মত বিশেষজ্ঞদের।

Uddhav Thackerayyu.jpg