চীনের বিরুদ্ধে এবার স্লোগান উঠলো দিল্লিতে ! দাবি স্বাধীন তিব্বতের

কেন এই দাবি উঠলো দিল্লিতে ?

author-image
Debjit Biswas
New Update
TYC PROTEST

নিজস্ব সংবাদদাতা : আজ তিব্বতের স্বাধীনতার দাবিতে, দিল্লিতে স্থিত চীনা দূতাবাসের সামনে প্রতিবাদ করল তিব্বতি ইয়ুথ কংগ্রেসের (TYC) কর্মীরা। এই প্রতিবাদকারীরা আজ তিব্বতের স্বাধীনতার দাবি তোলেন এবং তারসাথেই চীনের বিরুদ্ধে স্লোগান তোলেন। যদিও পরে দিল্লি পুলিশ তাদের আটক করে।

TYC

তিব্বতি ইয়ুথ কংগ্রেস এমন একটি সংগঠন যা দীর্ঘদিন ধরে তিব্বতের স্বাধীনতার পক্ষে আন্দোলন চালিয়ে এসেছে, এবং বিভিন্ন সময়ে চীনের নানান নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে।