দ্রাসে কারগিল বিজয় দিবসে পদযাত্রায় কেন্দ্রীয় দুই মন্ত্রীর অংশগ্রহণ

কারগিল বিজয় দিবসে পদযাত্রায় কেন্দ্রীয় দুই মন্ত্রীর অংশগ্রহণ।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-26 9.08.06 AM

নিজস্ব সংবাদদাতা: কারগিল বিজয় দিবস ২০২৫ উপলক্ষে জম্মু ও কাশ্মীরের দ্রাসে আয়োজিত পদযাত্রায় অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় সেঠ।

১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহিদ সেনাদের বীরত্বকে শ্রদ্ধা জানাতেই এই পদযাত্রার আয়োজন করা হয়। মন্ত্রীরা শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য, প্রাক্তন জওয়ান ও সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। শহিদদের স্মরণে গোটা দ্রাস জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।