BREAKING: স্পাইসজেট বিমানের ককপিটে জোর করে ঢোকার চেষ্টা ! দিল্লি বিমানবন্দরেই নামিয়ে দেওয়া হল দুই যাত্রীকে

এ কি কান্ড ঘটে গেল দিল্লি বিমানবন্দরে ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার দিল্লি বিমানবন্দরে স্পাইসজেটের একটি বিমানে চরম নিরাপত্তা ব্যর্থতার ঘটনা ঘটে গেল। আজ দিল্লি বিমানবন্দরে,স্পাইসজেটের একটি বিমানে দুই যাত্রী জোর করে ককপিটে প্রবেশের চেষ্টা করলে, তাঁদের তৎক্ষণাৎ বাঁধা দেন বিমানের CREW  সদস্যরা। এরপর বিমান থেকে তাঁদের নামিয়ে দেওয়া হয়। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে যে,''দিল্লি থেকে উড়ানের আগেই এই  দুই যাত্রী আচমকাই বিমানের ককপিটে ঢোকার চেষ্টা করেন। এরপর বিমানের পাইলট ও CREW মেম্বাররা দ্রুত হস্তক্ষেপ করে তাঁদের থামান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ (CISF) ওই দুই যাত্রীকে নিজেদের হেফাজতে নেয়। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে।'' স্পাইসজেট সূত্রে জানানো হয়েছে,''এই দুই যাত্রীদের আচরণ ছিল "বেপরোয়া ও অস্বাভাবিক"।'' এই ঘটনায় বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে।

spicejet-seaplane-service