নিরাপত্তারক্ষীদের জালে দুই কুখ্যাত নকশাল

ছত্তিশগড়ে বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তারক্ষীরা।

author-image
SWETA MITRA
New Update
naxal.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক সময়ে লাগাতার নকশাল হামলায় কেঁপে উঠছিল ছত্তিশগড় (Chattisgarh)। এসবের মাঝেই বড় সাফল্য পেল রাজ্য পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। জানা গিয়েছে, আজ শনিবার নারায়ণপুরজেলারআসনারগ্রামেদুইনকশালকেগ্রেফতারকরলনিরাপত্তাবাহিনী। সেইসঙ্গে একটি নকশাল ক্যাম্পকেও খুঁজে বের করেছেন নিরাপত্তারক্ষীরা।