/anm-bengali/media/media_files/2025/01/11/HefudoYnumnc7rNukL8X.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দিল্লির নরেলা এলাকায় দিল্লি পুলিশ স্পেশাল সেলের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হল দুই দুষ্কৃতী। পুলিশ জানায়, সম্প্রতি হরিয়ানার রোহতকে একটি খুনে জড়িত ছিল তারা।
স্পেশাল সেল (উত্তর রেঞ্জ) খবর পায় যে অভিযুক্তরা দিল্লিতে লুকিয়ে রয়েছে। এরপর নরেলা এলাকায় ফাঁদ পেতে তাদের আটকানোর চেষ্টা করা হয়। আত্মসমর্পণের নির্দেশ দিলেও অভিযুক্তরা গুলি চালায় পুলিশের উপর। পাল্টা গুলিতে তাদের পায়ে গুলি লাগে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে জেরা করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
Delhi Police Special Cell had an encounter with two criminals in the Narela area. The accused criminals had recently committed a murder in Rohtak, Haryana. Special Cell Northern Range got information about these criminals being in Delhi, after which a trap was laid in Narela…
— ANI (@ANI) July 5, 2025