New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের নকশাল প্রভাবিত জেলা বিজাপুর থেকে বড় খবর আসছে। বিজাপুর জেলার বাসাগুড়া থানা এলাকার বালাম নেদ্রার কাছে বেলুম গুট্টার পাহাড়ে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এনকাউন্টারে দারুণ সাফল্য পায় পুলিশ। জানা গিয়েছে, এনকাউন্টারে তিন উর্দিধারী নকশালকে হত্যা করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। তল্লাশি অভিযান চলছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us