/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: চাকরির লোভ দেখিয়ে প্রতারণা চালানো এক চক্রকে ধরল উত্তর জেলার সাইবার পুলিশ। ইন্ডিগো এয়ারলাইন্সে চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত—আজাদ খান ও অজয়।
ডিসিপি নর্থ রাজা বানথিয়া জানান, ভুক্তভোগীদের কাছে ভুয়ো নিয়োগপত্র ও এয়ারপোর্টের গেট পাস সরবরাহ করে অভিযুক্তরা প্রতারণা চালাত। টেকনিক্যাল অ্যানালিসিসের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ন্যায়বিধি (BNS) এর ৩১৮(৪) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।
ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। তদন্ত এখনো চলছে।
Delhi | A gang of cyber fraudsters duping people in the name of providing jobs at Indigo Airlines was busted by the Cyber Police Station, North. A case under Section 318(4) BNS was registered, and the investigation was initiated. Based on technical analysis, a raid was conducted,…
— ANI (@ANI) September 30, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us