কাকভোরে রাজ্যে পরপর দুটি ভূমিকম্প- টের পেয়েছেন?

ভূমিকম্পে কাঁপল এই রাজ্য।

author-image
Aniket
New Update
earthquake-165333220-16x9_0

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাকভোরে ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে ২ বার ভূমিকম্পে কাঁপল হিমাচল প্রদেশ রাজ্য। রাজ্যের চাম্বা জেলায় পরপর ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয় ৩ টে বেজে ২৭ মিনিট ৯ সেকেন্ডে। কম্পনের মাত্রা ছিল ৩.৩ ম্যাগনিটিউড।

Delhi-Earthquake-Timing

এর ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যেই আঘাত হানে দ্বিতীয় ভূমিকম্পটি। যার মাত্রা ছিল ৪.০ ম্যাগনিটিউড। ৪ টে বেজে ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডে  দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে চাম্বা জেলায়। জাতীয় ভূমিকম্পন অধিদপ্তরের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। ফলে এএনএম নিউজে যেসকল পাঠকরা হিমাচল প্রদেশে রয়েছেন, তারা কি টের পেয়েছেন কম্পন দুটি?