New Update
/anm-bengali/media/media_files/Hzb8t7XklGzq03gkk0sQ.jpg)
Balasore Train Accident
নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এবার তুরষ্কের তরফ থেকেও জানানো হল শোকবার্তা। তুরষ্কের বিদেশমন্ত্রকের তরফে এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।
/anm-bengali/media/media_files/xNbXBBGIQHpIWWnuw6vT.jpg)
উদ্ধারকার্য এখনও চলছে। তবে ট্রেনের কামরাগুলো যেভাবে একে ওপরের উঠে দুমড়ে মুচড়ে গিয়েছে তাতে অনেক মৃতদেহ বের করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে উদ্ধারকারী দল। তুরষ্কের পাশাপাশি তাইওয়ান, রাশিয়া, ইতালির পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে নিহতদের আত্মীয়দের প্রতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us