BREAKING: ভারতের ৮টি এয়ারপোর্টের সুরক্ষার দায়িত্বে তুরস্কের সংস্থা ! দেখুন ভয়ঙ্কর রিপোর্ট

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
delhiairport2

নিজস্ব সংবাদদাতা - সম্প্রতি অপারেশন সিঁদুরের পর, পাকিস্তানকে নানান দিক থেকে নানান ভাবে সাহায্য করার অভিযোগে, তুরস্কের সাথে ভারতের সম্পর্ক দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এরমধ্যেই জানা যাচ্ছে যে, দিল্লি,চেন্নাই,বেঙ্গালুরু-সহ ভারতের প্রায় ৮টি গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, তুরস্কের এভিয়েশন ম্যানেজমেন্ট সংস্থা সেলেবি এভিয়েশন। এখন ভারত ও তুরস্কের মধ্যে  সম্পর্ক অত্যধিক খারাপ হওয়ার পরে, এত গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলির ব্যবস্থাপনার দায়িত্ব, তুরস্কের কোনও সংস্থার ওপর ছেড়ে দেওয়া ঠিক কতটা নিরাপদ, সেই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। 

ERDOGAN